Aamake Aamar Moto Thaakte Dao Lyrics ( আমাকে আমার মত থাকতে দাও ) Anupam Roy

 

Aamake Aamar Moto Thaakte Dao Lyrics ( আমাকে আমার মত থাকতে দাও )| Anupam Roy
Anupam Roy

Amake Amar Moto Thakte Dao Lyrics by Anupam Roy From Autograph Starring: Prosenjit Chatterjee, Nandana Sen, Rudraprasad Sengupta, Indraneil Sengupta, Biswajit Chakraborty And Other. Same song is used bengali album Durbine Chokh Rakhbo Na.

Song : Aamake Aamar Moto Thaakte Dao
Flim : Autograph (2010)
Singer : Anupam Roy
Lyrics : Anupam Roy
Music : Anupam Roy
Lavle : SVF Music

 


Aamake Aamar Moto Thaakte Dao Lyrics ( আমাকে আমার মত থাকতে দাও ) :

 

 

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীণে চোখ রাখবো না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশেপাশে আমি আর নেই

আমার জন্য আলো জ্বেলনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

 

না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না

তোমার রক্তে আছে স্বপ্ন যত
তাঁরা ছুটছে রাত্রি-দিন নিজের মত
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই!

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ কলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না-না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাত-দূপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

 

না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না
না... না-না-না-না না, না-না-না-না না, না-না-না-না

 

 

Amake amar moto thakte dao
Ami nijeke nijer moto guchiye niyechi
Jeta chilona chilona seta na paoyai thak
Shob pele noshto Jibon
Tomar ei duniyar jhapsa aloy
Kichu sondheyer guro haoa kancher moto
Jodi ure jete chao tobe gaa bhashiye dao
Durbine chokh rakhbona na na na
na na na na na na
Ei Jahaj Mastul Chaarkhar
Tobu golpo likhchi banchbar
Ami rakhte chai na aar taar
Kono raat dupur-er abdar
Tai chesta korchi bar bar
Santre paar khonjar...

 

Thank You For Read.....


 

 

Related Posts

Subscribe Our Newsletter

0 Response to "Aamake Aamar Moto Thaakte Dao Lyrics ( আমাকে আমার মত থাকতে দাও ) Anupam Roy "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel